blog
এখন পর্যন্ত 227 বার পড়া হয়েছে

আমি একজন মুরগির খামার ব্যবসায়ী। আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স ০৬ দিন। আমি লক্ষ করছি বাচ্চগুলি ঝিমিয়ে আছে। সবগুলি এক জায়গায় একত্রিত হচ্ছে। যার কারনে দু-একটি বাচ্চা মারাও যাচ্ছে। আমার মনে হচ্ছে ঠান্ডাজনিত কারনে হতে পারে। এতে আমার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে আমি কোন পদ্ধতি ব্যবহার করলে ভাল হবে।

এটা ঠান্ডাজনিত কারনে হয় তাই মুরগীর ঘেও ১০০ ওয়াটের বাল্ব টানা ৬ ঘন্টা জালিয়ে রাখতে হবে।

1 Comment

  • Roman

    Mar 23, 2023

    এটা ঠান্ডাজনিত কারনে হয় তাই মুরগীর ঘেও ১০০ ওয়াটের বাল্ব টানা ৬ ঘন্টা জালিয়ে রাখতে হবে।

আপনি কি সন্তুষ্ট ?

Leave a Comment