blog
এখন পর্যন্ত 257 বার পড়া হয়েছে

এলাকায় মুরগির রানিক্ষেত এর উপদ্রব বেশি, এখন উপায়?

মুরগির রানীক্ষেত রোগ বা নিউক্যাসল ডিজিস এরজন্য এখনো কোন চিকিৎসা নেই। তাই প্রতিরোধের জন্য ভ্যাকসিন দিতে হবে। তবে আক্রান্ত হয়ে পড়লে, ‘সেকেন্ডারি ব্যাক্টেরিয়াল ইনফেকশন’ বা গৌণ সংক্রমণ নিয়ন্ত্রণে এন্টিবায়োটিক দেয়া যেতে পারে। সাথে ভিটামিন এ সমৃদ্ধ খাবার দেয়া যেতে পারে।

একটি সমীক্ষায় দেখা গেছে যে, ভিটামিন এ দেয়ার ফলে আক্রান্ত মুরগির মৃত্যুর হার ৩% পর্যন্ত কমিয়ে দেয় এবং দেহে এনডিভি ভাইরাসের নেতিবাচক প্রভাবকে হ্রাস করে। আক্রান্তের হার ১০% এর কম হলে রানিক্ষেতের টিকা দেয়া যায়।

1 Comment

  • Roman

    Mar 23, 2023

    মুরগির রানীক্ষেত রোগ বা নিউক্যাসল ডিজিস এরজন্য এখনো কোন চিকিৎসা নেই। তাই প্রতিরোধের জন্য ভ্যাকসিন দিতে হবে। তবে আক্রান্ত হয়ে পড়লে, ‘সেকেন্ডারি ব্যাক্টেরিয়াল ইনফেকশন’ বা গৌণ সংক্রমণ নিয়ন্ত্রণে এন্টিবায়োটিক দেয়া যেতে পারে। সাথে ভিটামিন এ সমৃদ্ধ খাবার দেয়া যেতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে যে, ভিটামিন এ দেয়ার ফলে আক্রান্ত মুরগির মৃত্যুর হার ৩% পর্যন্ত কমিয়ে দেয় এবং দেহে এনডিভি ভাইরাসের নেতিবাচক প্রভাবকে হ্রাস করে। আক্রান্তের হার ১০% এর কম হলে রানিক্ষেতের টিকা দেয়া যায়।

আপনি কি সন্তুষ্ট ?

Leave a Comment