কৃষক ভাই জানতে চেয়েছেন
23-03-2023
১। রাতের বেলা পর্যাপ্ত পরিমান পানি দিতে হবে যেন গ্যাপ না থাকে। ২। সকালে খাবার পানি দেয়ার সময় প্রথমে খাবার তারপর পানি দেয়া। ৩। সকালবেলা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। ৪। প্রয়োজনে সকালবেলা কুসুমগরম পানি দেয়া (২৪-২৬ ডিগ্রি) ৫। ভাল ব্রুডিং ব্যবস্থাপনা। ৬। ভেজা পেপার সরিয়ে ফেলা। |
Roman
Mar 23, 2023১। রাতের বেলা পর্যাপ্ত পরিমান পানি দিতে হবে যেন গ্যাপ না থাকে। ২। সকালে খাবার পানি দেয়ার সময় প্রথমে খাবার তারপর পানি দেয়া। ৩। সকালবেলা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। ৪। প্রয়োজনে সকালবেলা কুসুমগরম পানি দেয়া (২৪-২৬ ডিগ্রি) ৫। ভাল ব্রুডিং ব্যবস্থাপনা। ৬। ভেজা পেপার সরিয়ে ফেলা।